Sunday, October 12, 2014

শিল্পকলায় গণিত


গণিত মানেই কি কেবল ভারী চশমা পরা গুরুগম্ভীর মানুষের জটিল হিসাব নিকাশের বিষয়? নাকি এর সাথে সম্পর্ক রয়েছে শিল্পকলারও? প্রথম বিবেচনায় মনে হতে পারে গণিত এবং শিল্পকলা দুইটা দুই মেরুর বিষয়। গণিতের কাজ হিসাব, যুক্তি আর প্রমাণ নিয়ে যেখানে শিল্পকলা হলো আবেগ, অনুভূতি, সৃজনশীলতা আর নান্দনিকতার বাহার। কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে বিদ্যমান সম্পর্ক আমাদের অনুমানের থেকেও গভীর। এই লেখাটিতে আমি চেষ্টা করব শিল্পকলার বিভিন্ন মাধ্যমে গণিতের ব্যবহারিক প্রয়োগ কিংবা পৃথিবীর বিভিন্ন সৃষ্টিশীল মানুষের দ্বারা তাদের শৈল্পিক কর্মে গণিতের অভ্যন্তরীণ সৌন্দর্য ফুটিয়ে তোলার প্রয়াস সম্পর্কে আলোচনা করতে।