বর্তমান সময়ের আধুনিক বিজ্ঞানের খুব আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি শাখা হলো কোয়ান্টাম মেকানিক্স (Quantum Mechanics) বা কোয়ান্টাম বলবিদ্যা। কোয়ান্টাম বলবিদ্যা কারণ, প্রভাব, বাস্তবতা, অবস্থান, গতি ইত্যাদি সম্পর্কে আমাদের ধ্যান-ধারণাতে এক বিশেষায়িত পরিবর্তন এনেছে। আমাদের চারপাশের প্রাত্যহিক ঘটনাবলির ব্যাখ্যা পর্যন্তই দৌড় হলো চিরায়ত বলবিদ্যার (classical mechanics). আর কোয়ান্টাম বলবিদ্যার শাসন হলো অণু-পরমাণুর জগতে। যে জগতে প্রচলিত বলবিদ্যার ছড়ি ঘুরাবার কোনো জায়গা নেই, যেখানকার ঘটনাবলী ব্যাখ্যার জন্য প্রয়োজন বিজ্ঞানের এক নতুন শাখার; কোয়ান্টাম বলবিদ্যা হলো সে জগতের বিজ্ঞান।