Monday, March 9, 2015

কোয়ান্টাম বলবিদ্যা কথন- কি এবং কেন




বর্তমান সময়ের আধুনিক বিজ্ঞানের  খুব আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি শাখা হলো কোয়ান্টাম মেকানিক্স (Quantum Mechanics) বা কোয়ান্টাম বলবিদ্যা। কোয়ান্টাম বলবিদ্যা কারণ, প্রভাব, বাস্তবতা, অবস্থান, গতি ইত্যাদি সম্পর্কে আমাদের ধ্যান-ধারণাতে এক বিশেষায়িত পরিবর্তন এনেছে। আমাদের চারপাশের প্রাত্যহিক ঘটনাবলির ব্যাখ্যা পর্যন্তই দৌড় হলো চিরায়ত বলবিদ্যার (classical mechanics). আর কোয়ান্টাম বলবিদ্যার শাসন হলো অণু-পরমাণুর জগতে। যে জগতে প্রচলিত বলবিদ্যার ছড়ি ঘুরাবার কোনো জায়গা নেই, যেখানকার ঘটনাবলী ব্যাখ্যার জন্য প্রয়োজন বিজ্ঞানের এক নতুন শাখার; কোয়ান্টাম বলবিদ্যা হলো সে জগতের বিজ্ঞান।