যারা বলে যে এখনকার তরুণ প্রজন্ম অলস facebook প্রজন্ম তাদেরকে আমি বলবো তারা যেন একবারের জন্য হলেও শাহবাগ চত্বরটা ঘুরে যায়। দাবি আদায়ের জন্য তাদের সেকি ভীষণ প্রত্য়য, অটল মনোভাব, সুদৃড় প্রতিজ্ঞা তা এখানে না আসলে কোনভাবেই অনুভব করা যাবে না। আজ বিশ্বের সকল সচেতন বাঙালি একই চেতনায় অনুপ্রাণিত হচ্ছে, একই দাবিতে অণুরণিত হচ্ছে। আমি মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু তারপরও আমি বলবো আজও বাঙালি সত্য প্রতিষ্ঠায়, অধিকার রক্ষায়, অবিচারের বিরুদ্ধে অটল অবিচল ঠিক তারা যেমনটি ছিল ৬৯/ ৫২ কিংবা ৭১ এ। দেশের প্রতি মানুষের অনুভূতি এখনও যে কতটা প্রখর তা বুঝা যায় এসব মানুষের দিন রাত প্রজন্ম চত্বরে বিরামহীন প্রতিবাদ দেখে। আবার বাঙালি যে এখনও কতটা শান্তিপ্রিয় জাতি তাও বুঝা যায় এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে।