যারা বলে যে এখনকার তরুণ প্রজন্ম অলস facebook প্রজন্ম তাদেরকে আমি বলবো তারা যেন একবারের জন্য হলেও শাহবাগ চত্বরটা ঘুরে যায়। দাবি আদায়ের জন্য তাদের সেকি ভীষণ প্রত্য়য, অটল মনোভাব, সুদৃড় প্রতিজ্ঞা তা এখানে না আসলে কোনভাবেই অনুভব করা যাবে না। আজ বিশ্বের সকল সচেতন বাঙালি একই চেতনায় অনুপ্রাণিত হচ্ছে, একই দাবিতে অণুরণিত হচ্ছে। আমি মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু তারপরও আমি বলবো আজও বাঙালি সত্য প্রতিষ্ঠায়, অধিকার রক্ষায়, অবিচারের বিরুদ্ধে অটল অবিচল ঠিক তারা যেমনটি ছিল ৬৯/ ৫২ কিংবা ৭১ এ। দেশের প্রতি মানুষের অনুভূতি এখনও যে কতটা প্রখর তা বুঝা যায় এসব মানুষের দিন রাত প্রজন্ম চত্বরে বিরামহীন প্রতিবাদ দেখে। আবার বাঙালি যে এখনও কতটা শান্তিপ্রিয় জাতি তাও বুঝা যায় এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে।
source- wikipedia |
আজ যখন জাতীয় গণিত অলিম্পিয়াডে ক্ষুদে গণিতবিদদের[আমি বলবো বীর] রাজাকারদের বির্রুদ্ধে লেখা কবিতাগুলো সুবিন ভাইয়ের মুখে শুনছি তখন মনে হল বাংলাদেশ একদিন পৃথিবীর সেরা দেশগুলোর মধ্যে একটি হবে না বরং বাংলাদেশই একদিন পৃথিবীর সবচেয়ে সেরা দেশ হবে আর সারা পৃথিবী আমার দেশ থেকে অনুপ্ররণা খুঁজবে। অবাক হয়ে তাকিয়ে থাকতে হয় যখন দেখি S.S.C পরীক্ষাথর্ীরা পর্যন্ত পরীক্ষা দিয়ে এসে এ প্রতিবাদে অংশগ্রহণ করেছে।
কিন্তু তারপরও কিছু মানুষ থাকে যারা এত বড় স্বতঃপূর্ত আন্দোলনেও সন্দেহ পোষণ করে, ষড়যন্ত্র [conspiracy] গন্ধ পায়, পাগলের কার্যকলাপ বলে উড়িয়ে দেয়। আসলে এদের ব্যাপারে নতুন করে কিছু বলার নাই। কারণ এসব হীনমন্য মানুষের ব্যাপারে বহু আগেই কাজী নজরুল ইসলাম, আহসান হাবীব, সুকান্ত বলে গিয়েছে। পবিত্র কুর'আনের আমার খুব পছন্দের একটি উক্তি- It is not the eyes that are blind, but the heart [Sûrah al-Hajj: 46]. ঐইসব চোখ কান বন্ধ মানুষ থেকে নতুন কিছ আশা করা যায় না।
আমি খুব ক্ষুদ্র আর ভীরু একজন মানুষ হলেও ঐই চত্বরটায় গেলে নিজেকে খুব বড় আর সাহসী মনে হয়। নিজের অজান্তেই মুখ থেকে স্লোগান বের হয় আসে, নিজের কাছেই নিজেকে অচেনা মনে হয়। আমার মতো এত ঘরকুনো মানুষও কিভাবে এতবড় স্রোতে গলা মেলায়যয়! তারপরও ভালো লাগে যখন মনে হয় এই দেশের জন্য আর কিছু করতে না পারি অন্তত অবিচারের বিরুদ্ধে আমিও একটু প্রতিবাদ করেছি।
বাংলাদেশ আজ আবার জেগে উঠেছে, প্রযুক্তিকে প্রতিবাদের হাতিয়ারে পরিণত করেছে। তাই সুকান্তের ভাষায় বলতেই হয়
সাবাশ বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
To know more details about the protest, please visit Wikipedia
No comments:
Post a Comment