Friday, February 6, 2015

ফটোগ্রাফিক ম্যাথ

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক গ্যাজেট হলো ডিজিটাল ক্যামেরা, হোক সেটা কম্প্যাক্ট ডিজিটাল ক্যামেরা কিংবা ডিজিটাল এসএলআর। আধুনিক বিজ্ঞানের উৎকর্ষ, সবার হাতে হাতে শোভা পাওয়া এই যন্ত্রটি বানানো হয়েছে মানুষের চোখের গঠন এবং কার্যপ্রণালীর উপর ভিত্তি করে। তড়িৎচুম্বক বর্ণালির খুব ছোট এক অংশের কম্পাঙ্কের আলো দ্বারা আলোড়িত হয় আমাদের চোখ। অর্থাৎ এই নির্দিস্ট কম্পাঙ্কের বাইরের কোনো আলো আমরা দেখতে পাই না। আলো তথা ফোটন আমাদের চোখে পরলেই আমরা দেখতে পাই। বেশি ফোটন মানে বেশি আলো, তথা বেশি উজ্জলতা। ফোটনের পরিমাণ দ্বিগুণ হলে উজ্জলতা হয় দ্বিগুণ, ফটোগ্রাফির ভাষায় যাকে বলা হয় এক স্টপ (one stop) বেশি উজ্জল।

Books on Astronomy, Astrophysics, Astrobiology, Astrochemistry, Cosmology & Space Science

[Books on Astronomy, Astrophysics, Astrobiology, Astrochemistry, Cosmology & Space Science]
জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিঃপদার্থবিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞান ও তৎসংশ্লিষ্ট কিছু বইয়ের ছোট্ট একটি তালিকা। যারা এ সম্পর্কে আগ্রহী এবং এসব বিষয় সম্পর্কে অধিকতর জানতে চান, আশাকরি এ তালিকা তাদের জ্ঞানঅন্বেষণ এ কিছুটা হলেও সহযোগিতা করবে।