Wednesday, July 31, 2013

How to install Fortran compiler

Fortran (previously FORTRAN- Formula Translation) is a general-purpose, imperative programming language that is especially suited to numeric computation and scientific computing, originally developed by IBM. It is one of the most popular languages in the area of high-performance computing and is the language used for programs that benchmark and rank the world's fastest supercomputers.

In this tutorial I'll try to discuss on how to install and use Fortran compiler on different operating systems like Mac, Linux or Windows. Better not to talk too much, let's head towards our tutorial.

Thursday, April 25, 2013

যে জীবন পিঁপড়ের……….


জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি, প্রতিবছরই দেখছি, বারবার দেখছি। ভবন ধসে, আগুনে পুড়ে গার্মেন্টস্ কর্মীর মৃতু্য। এতোদিনে তো এসব দেখে দেখে অভস্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি দূর্বল চিত্তের মানুষ বলেই হয়তো এখনো এসব দেখে কেঁপে উঠি, ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখি। সবল চিত্তের মানুষেরা এগুলোকে system loss বলে তুড়ি মেরে উড়িয়ে দেবে, আর তারপর বলবে এদেশে garments শিল্পের ব্যপক সফলতার কথা, garments এর উপর এ দেশের অর্থনীতির ব্যপক নির্ভরতার কথা। আমরা অবাক হয়ে তাদের কথ শুনবো। আচ্ছা এ দেশে garments শিল্প এত বিস্তার লাভ করলো কেন? কেউ হয়তো বলবে এ দেশের স্বল্প শ্রম মুজুরি, স্বল্প উৎপাদন খরচের কথা। কিন্তু তাহলে চীন, ভারত, ভিয়েতনাম এসব দেশে কেন এ শিল্প এত বিস্তার লাভ করলো না। ঐসব 'স্বল্প' বিষয়—আশয় হয়তো কোন ব্যপার হতে পারে, কিন্তু মূল কারণ নয়। Garments এর কাপড়ের সুতা, wool ইত্যাদি fiber জাতীয় সূক্ষাতিসূক্ষ (যেগুলো কিনা চোখেও দেখা যায় না) জিনিসগুলো একজন মানুষের মুখ, নাক, কান দিয়ে শরীরের ভিতর প্রবেশ করে তার কার্যক্ষমতা ১৫-২০ বছর পর্যন্ত কমিয়ে দেয়, আর তারপর তার মৃতু্য আসে cancer বা অনান্য মরণব্যাধীর মধ্য দিয়ে। একারণেই হয়তো এ দেশে চল্লিশোর্ধ্ব garment কর্মী খুব বেশী দেখা যায় না। একজন সাদা চামড়রার অকাল মৃতু্য অনেক বেশী গুরুত্বপূর্ণ। আর তাই হয়তো এ দেশে ব্যঙের ছাতার মতো যত্রতত্র garment কারখানা গড়ে উঠেছে।

Saturday, February 9, 2013

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে


যারা বলে যে এখনকার তরুণ প্রজন্ম অলস facebook প্রজন্ম তাদেরকে আমি বলবো তারা যেন একবারের জন্য হলেও শাহবাগ চত্বরটা ঘুরে যায়। দাবি আদায়ের জন্য তাদের সেকি ভীষণ প্রত্য়য, অটল মনোভাব, সুদৃড় প্রতিজ্ঞা তা এখানে না আসলে কোনভাবেই অনুভব করা যাবে না। আজ বিশ্বের সকল সচেতন বাঙালি একই চেতনায় অনুপ্রাণিত হচ্ছে, একই দাবিতে অণুরণিত হচ্ছে। আমি মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু তারপরও আমি বলবো আজও বাঙালি সত্য প্রতিষ্ঠায়, অধিকার রক্ষায়, অবিচারের বিরুদ্ধে অটল অবিচল ঠিক তারা যেমনটি ছিল ৬৯/ ৫২ কিংবা ৭১ এ। দেশের প্রতি মানুষের অনুভূতি এখনও যে কতটা প্রখর তা বুঝা যায় এসব মানুষের দিন রাত প্রজন্ম চত্বরে বিরামহীন প্রতিবাদ দেখে। আবার বাঙালি যে এখনও কতটা শান্তিপ্রিয় জাতি তাও বুঝা যায় এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে।