Tuesday, November 3, 2015

LaTeX Video Tutorial In Bangla

LaTeX একটি ডকুমেন্ট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। মূলত বিভিন্ন গাণিতিক সঙ্কেত, সমীকরণ, রাসায়নিক/বৈজ্ঞানিক সঙ্কেত-সমীকরণ লেখার জন্য সারা বিশ্বেই তুমুল জনপ্রিয় LaTeX। গাণিতিক, রাসায়নিক সমীকরণ সবচেয়ে সুন্দর ভাবে রেন্ডার হয় LaTeX এ। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে বৈজ্ঞানিক বিভিন্ন নোটেশন লেখার জন্যও LaTeX বহুল প্রচলিত। গণিতের (কিংবা বিজ্ঞানের) ছাত্র হিসেবে LaTeX এর কাজ জানাটা স্বাভাবিক ভাবেই আমাদের জন্য সময়ের দাবি। 

কারণ গণিত নিয়ে ওয়েবসাইট কিংবা কোন ডকুমেন্ট এ লেখালেখি করার সময় সবচেয়ে ভালো টুল কিংবা সমাধান হল LaTeX । LaTeX নিয়ে কাজ করতে করতেই হঠাৎ করেই মাথায় ভূত চাপলো এর উপর ভিডিও টিউটোরিয়াল বানাবার। কারণ LaTeX নিয়ে অনলাইনে বিভিন্ন ভাষায় অনেক কিছু থাকলেও এতদিন বাংলায় এ নিয়ে তেমন কিছুই ছিলো না। তাই নিজের স্বল্প  জ্ঞান নিয়ে LaTeX এর উপর বাংলায় ১৪ পর্বে প্রায় ১২০ মিনিটের একটি টিউটোরিয়াল সিরিজ বানালাম।

এই টিউটোরিয়াল সিরিজ বানানোর সময় আমাকে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে সাহায্য-সহযোগিতা করেছেন আমাদের ডিপার্টমেন্টের মেহেদি ভাই। এই জন্য ভাইয়ের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। LaTeX নিয়ে আমার জ্ঞানও প্রাথমিক পর্যায়ের। তারপরও এই সিরিজে   একটি সাধারণ মানের রিপোর্ট কিভাবে বানাতে হয় তা দেখাবার চেষ্টা করেছি । এর সাথে আরও দেখাবার চেষ্টা করেছি কিভাবে LaTeX এ  হাইপারলিঙ্কিং, রেফারেন্স, অ্যাপেন্ডিক্স, টেবিল অফ কন্টেন্টস, ছবি, বড় টেবিল যোগ করতে হয়;  প্রোগ্রামিং কোড, অ্যালগরিদম, রাসায়নিক সংকেত, গাণিতিক সমীকরণ নিয়ে কিভাবে কাজ করতে হয়। আমার গলার কণ্ঠস্বর খুব একটা সুবিধার না। তারপরও নিজের ভয়েস ব্যবহার করে টিউটোরিয়াল বানানোর দুঃসাহস করেছি। আশা করছি দর্শকেরা এই টিউটোরিয়ালের ভুলত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোন জায়গায় এর কোন বিষয়, সমস্যা, ভুলত্রুটি কিংবা পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, উন্নয়ন নিয়ে কোন পরামর্শ,  উপদেশ দিলে আমি উপকৃত হবো।
আমি আশা করছি এই সিরিজটি অনুসরণ করার পর একজন শিক্ষার্থী প্রাথমিক ভাবে কিভাবে LaTeX নিয়ে কাজ করতে হয় সে সম্পর্কে ধারণা পাবে। এরপর আরও উচ্চতর কিংবা জটিল বিষয়-আশয় নিয়ে কাজ করবার প্রয়োজন হলে আশা করি শিক্ষার্থী ইন্টারনেটে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন রিসোর্স কিভাবে ব্যবহার করতে হবে সেটিও বুঝতে পারবে।

আমি পুরো সিরিজটি ইউটিউবে আপলোড করে দিয়েছি। পুরো সিরিজটির লিঙ্ক- https://www.youtube.com/playlist?list=PLAj84Gmot_3sk6J-uY0BKd2L-oOOQsXl9

No comments:

Post a Comment